দ্বিতীয়বার করোনা পজিটিভ হলেন ব্রিটেনের প্রিন্স চার্লস

আপডেট: February 10, 2022 |
print news

আবারও করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটেনের প্রিন্স চার্লস। বৃহস্পতিবার তার দপ্তর এ তথ্য জানিয়েছে।

২০২০ সালের মার্চে প্রথম দফায় করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রিন্স চার্লস। তবে ওই সময় তার লক্ষণ মৃদু ছিল বলে জানিয়েছিলেন ব্রিটিশ রাজসিংহাসনের এই উত্তরাধিকারী। ওই সময় তিনি স্কটল্যান্ডের বার্কহলে সাত দিনের জন্য আইসোলেশনে ছিলেন।

এক বিবৃতিতে ক্ল্যারেন্স হাউজ বলেছে, ‘আজ সকালে প্রিন্স অব ওয়েলসের কোভিড-১৯ পজিটিভ এসেছে এবং তিনি এখন আইসোলেশনে আছেন।’

তবে চার্লসের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

গত বছরের ডিসেম্বরে ৭৩ বছরের চার্লস জানিয়েছিলেন, তিনি ও তার স্ত্রী ক্যামিলা টিকার বুস্টার ডোজ নিয়েছেন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর