খরায় মাছ মরে ভেসে ওঠছে ব্রাজিলে

আপডেট: February 10, 2022 |
print news

অতিখরায় ব্রাজিলের তাভারসে প্রায় ১৫ থেকে ২০ টন মাছ মারা গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্টরা। মূলত তাপমাত্রা বাড়ার কারণে হ্রদের পানি কমে যাওয়ায় এই বিপর্যয় ঘটেছে বলে দাবি স্থানীয় প্রশাসনের।

ছোট, বড়, মাঝারি-সব ধরনের মাছ ভেসে আছে হ্রদের পানির ওপর। তীব্র খরায় ব্রাজিলের রিও গ্র্যান্ড ডো সুলের তাভারেস শহরের হৃদে মারা যায় মাছগুলো। স্থানীয় সময় শনিবার তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ধারণা করা হচ্ছে, এতে বেশ কয়েক টন মাছ মারা গেছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। খাদ্য সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম লাগামহীনভাবে বাড়তে থাকা, মুদ্রাস্ফীতি, করোনাভাইরাসের প্রাদুর্ভাব সব কিছু মিলিয়ে ভাগ্যদেবী যেন কোনোভাবেই সুপ্রসন্ন নয় দেশটির প্রতি।

মৎস্যজীবী ড্যানিয়েল ডি মাতোস রোসা বলেন, অনেক মাছ মরে ভেসে উঠেছে। অনেক চিংড়ি মাছও মারা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতখানি, তা এখনো সুস্পষ্টভাবে বলা না গেলেও বেশি বলেই আন্দাজ করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দেশটির এই দুর্ঘটনা তাদের রপ্তানি মৌসুমের ওপর প্রভাব ফেলবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর