শিগগিরই সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: February 13, 2022 |

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে ‘যথেষ্ট দেরি হয়েছে’ স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘তদন্ত প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে, সরকার বসে নেই, কাজ চলছে।’

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

আলোচিত এই হত্যাকাণ্ডের ১০ বছর পূর্তিতে বিচারের দাবিতে সক্রিয় হয়েছে সাংবাদিকদের সংগঠনগুলো।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে যান।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা স্বীকার করছি, যথেষ্ট দেরি হয়েছে। অনেক কিছু নিয়ে চেষ্টা করছি। কিন্তু ফাইনাল রেজাল্টে আসতে পারিনি।’

তবে তারপরও সরকার বসে নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মহামান্য আদালত র‌্যাবকে দায়িত্ব দিয়েছে, সাগর-রুনি হত্যার মামলা সমাধানে তদন্ত সংস্থা কাজ করছে। আশা করি দ্রুত সমাধান করতে পারবো।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর