৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠক চায় ইউক্রেন

আপডেট: February 14, 2022 |
print news

সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার মঝে এবারে ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চায় বলে জানিয়েছে ইউক্রেন। সেই সঙ্গে ইউরোপীয় নিরাপত্তা গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গেও বৈঠকে বসতে চায় দেশটি।

এই পরিস্থিতিতে ইতিবাচক সিদ্ধান্ত নিতে এবং সীমান্তে সেনা মোতায়েন বিষয়ে বিস্তারিত জানাতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।

স্থানীয় সময় রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ আহ্বান জানানো হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সীমান্তে সেনা মোতায়েন সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হলেও তা উপেক্ষা করেছে রাশিয়া। ফলে পুরো বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠকে বসার অনুরোধ জানিয়েছে রাশিয়া।

ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে কার্যত দেশটিকে ঘিরে ফেলেছে রাশিয়া। স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে, এরই মধ্যে ইউক্রেনের তিনদিকে অর্থাৎ বেলারুশ, ক্রিমিয়া ও পশ্চিম রাশিয়ায় ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে মস্কো। তবে দেশটিতে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে আসছে রাশিয়া।

এদিকে, রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে প্রায় এক ঘণ্টা ধরে আলাপ করেছেন ভলোদিমির জেলেনস্কি।

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। দুই নেতা কূটনৈতিক মাধ্যমে সংকট নিরসনে সম্মত হয়েছেন।

তবে ইউরোপ ও পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে। যে কোনো মুহূর্তে রাশিয়া দেশটিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

এরই মধ্যে ১২টিরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ দূতাবাস কর্মীদেরও সরিয়ে নিয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর