গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গুরোগী নেই

আপডেট: February 17, 2022 |
print news

গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়নি।

বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা চারজন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে একজন ও ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৮ জন।

অন্যদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর