সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

আপডেট: February 20, 2022 |

সোমালিয়ার বেলেদিউন শহরে একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। শনিবার জনাকীর্ণ ওই রেস্তোরাঁটিতে হামলায় আহত হয়েছেন অন্তত ২০জন।

বোমা বিস্ফোরণের সময় রেস্তোরাঁটিতে স্থানীয় অনেক কর্মকর্তা ও রাজনীতিবিদরা ছিলেন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে এক জন আগামী পার্লামেন্টে নির্বাচনের এক প্রার্থী ছিলেন।

পুলিশের মুখপাত্র দিনি রোবেল আহমেদ জানিয়েছেন, অন্তত ২০ জন আহত হয়েছে। বিস্ফোরণে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি সাতটি মৃতদেহ গুণেছি, যাদের মধ্যে সেনা ও বেসামরিক নাগরিক রয়েছে এবং ১০ জনের বেশি আহত হয়েছে।’

সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এ গোষ্ঠীটি বিভিন্ন সময় সোমালিয়ায় সরকারি ও বেসারকারি স্থাপনায় হামলা চালিয়ে থাকে। কেন্দ্রীয় সরকারকে ক্ষমতাচ্যুত করতেই তারা এসব হামলা চালায়। খবর এএফপি

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর