ভারতের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের পাঁচ বছরের কারাদণ্ড

আপডেট: February 21, 2022 |
print news

ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

এছাড়া ৬০ লাখ টাকা জরিমানার সাজা দেওয়া হয়েছে।

সোমবার রাজ্যের রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালতে এই রায় দেন। পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদের বিরুদ্ধে এটি ছিল পঞ্চম এবং চূড়ান্ত মামলা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, পশুখাদ্য কেলেঙ্কারির এই মামলায় তার বিরুদ্ধে ১৩৯ কোটি ৩৫ লাখ টাকা জালিয়াতির অভিযোগ করেছিল। পশুখাদ্যের জন্য বরাদ্দ তহবিল থেকে অর্থ নয়ছয়ের এই মামলা ছিল ডোরান্ডা ট্রেজারি সংক্রান্ত বিষয়ে।

সম্প্রতি বিহারের সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭৫ জনকে এই মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন সিবিআইয়ের বিশেষ আদালত।

প্রসঙ্গত, এর আগে পশুখাদ্য সংক্রান্ত দুমকা, দেওঘর এবং চাইবাসা ট্রেজারির চারটি তহবিল নয়ছয়ের মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল লালু প্রসাদকে। লালু অবশ্য শারীরিক অসুস্থতার কারণে জামিনে ছিলেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর