রাশিয়ার ৫ যুদ্ধবিমান ও ১ হেলিকপ্টার ভূপাতিত: ইউক্রেন

আপডেট: February 24, 2022 |
print news

ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকায় রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

দেশটির আর্মি জেনারেল স্টাফ এ দাবি করেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

তিনি বলেন, যৌথ বাহিনী কমান্ডের তথ্য অনুযায়ী, আজ, ২৪ ফেব্রুয়ারি যৌথ বাহিনীর অভিযান এলাকায় আগ্রাসনকারীদের পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে।

রাশিয়া দেশের সামরিক অবকাঠামো ও সীমান্তরক্ষীদের ওপর হামলা চালাচ্ছে জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি এ যুদ্ধে জয়ের অঙ্গীকার করেছেন বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি দেশজুড়ে মার্শাল ল’ জারি করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পুতিন ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের অস্ত্র ছেড়ে ঘরে ফিরে যেতে বলেছেন। যেকোনো রক্তপাতের জন্য ইউক্রেন সরকারই দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।
পুতিন বলেন, তার বিশ্বাস রুশ সেনারা তাদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করবেন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর