রাশিয়া ফেসবুক ব্যবহার সীমিত করল

আপডেট: February 26, 2022 |
print news

ইউক্রেনে অভিযানের পর এবার রাশিয়া তাদের নাগরিকদের ফেসবুক ব্যবহার সীমিত করেছে।

বিবিসি জানায়, ইউক্রেনে রাশিয়ার হামলার ইস্যুতে ফেসবুক বেশ কয়েকটি ক্রেমলিন সমর্থকের অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করে বৃহস্পতিবার। মূলত এর জেরে রুশ কর্তৃপক্ষে ফেসবুক ব্যবহার সীমিত করেছে শুক্রবার।

রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ পর্যবেক্ষণকারী ও নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাডজোর শুক্রবার ফেসবুককে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি, রাষ্ট্রীয় টিভি চ্যানেল জাভেজদা এবং ক্রেমলিনপন্থি দুটি নিউজ পোর্টালের ওপর গত বৃহস্পতিবার আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়েছে।

রোসকোমনাডজোর বলেন, ফেসবুক কর্তৃপক্ষ নিউজ পোর্টাল দুটির ওপর থেকে বিধিনিষেধ তোলেনি।
তবে ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর ঘটনায় খুশি নন অনেক সাধারণ রাশিয়ার নাগরিক। প্ল্যাকার্ড, পতাকা হাতে গতকাল শুক্রবার রাশিয়ায় পথে নামেন কয়েকশ মানুষ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে অনেক নাগরিক বিক্ষোভ করেন। এরই ফলস্বরূপ শুক্রবার প্রশাসন জানায় ফেসবুকের ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

ফেসবুকের মূল সংস্থা ‘মেটা’র গ্লোবাল অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ এ বিষয়ে বলেন, ‘রুশ কর্তৃপক্ষ আমাদের রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত কনটেন্টের ওপর স্বাধীন ফ্যাক্ট চেক করা বন্ধের নির্দেশ দিয়েছিল। আমরা তা প্রত্যাখ্যান করেছি।’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর