ইউক্রেনের পক্ষে ঘুরে দাঁড়ালো ন্যাটো

অবশেষে ইউক্রেনের পক্ষে ঘুরে দাঁড়ালো ন্যাটো, সেনা ও অস্ত্র সবই পাচ্ছে কিয়েভ ।
ইউক্রেনে রুশ হামলার ব্যাপারে ন্যাটো বরাবরাই সরাসরি অস্ত্র দিয়ে কিয়েভকে সহায়তা করতে রাজি হয়নি। সেই পাতা ফাঁদে পা দিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন আক্রমণ করে বসেন। দি প্রিন্ট
এবার একের পর এক ন্যাটো সদস্য দেশগুলো ইউক্রেনে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পাঠাতে শুরু করছে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির আবেদনে সাড়া দিয়ে দি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো প্রথমবারের মত এ যুদ্ধে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত জানিয়ে ব্যাখ্যামূলক একটি ভিডিও পোস্ট করেছে।
ন্যাটোর এ সিদ্ধান্তের আগেই জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স, চেক, লিথুনিয়া অস্ত্র পাঠাতে শুরু করেছে ইউক্রেনে।
ব্রিটেন এমন এক এ্যান্টিএয়ারশিপ ক্রুজার পাঠাচ্ছে যা ১০ সেকেন্ডে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম।
প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা দিয়েছেন রুশ হামলা ঠেকাতে নতুন সেনাবাহিনী গঠন করা হচ্ছে যাতে বিদেশি যোদ্ধারা থাকবেন।