খারকিভে রুশ গোলাবর্ষণে নিহত ২১ ও আহত ১১২: মেয়র

আপডেট: March 2, 2022 |
print news

ইউক্রেনের দ্বিতীয় জনবহুল শহর খারকিভে রুশ বাহিনীর গোলাবর্ষণে অন্তত ২১ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছেন। শহরটির মেয়রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

খারকিভ অঞ্চল রাজ্য প্রশাসনের গভর্নর ওলে সিনেগুবভ দাবি করেছেন, স্থানীয় সময় মঙ্গলবার (১ মার্চ) সারাদিন ও রাতে রাশিয়ার ব্যাপক বোমবর্ষণ সত্ত্বেও সব হামলা প্রতিহত করা হয়েছে। ইউক্রেইনীয় সেনারা তাদের অবস্থানও ধরে রেখেছে। রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ব্যাপক গোলাবর্ষণ করতে করতে রাশিয়ার সেনারা খারকিভের উত্তরপূর্ব ও দক্ষিণ অংশ দিয়ে শহরটিতে প্রবেশ করেছে বলে রয়টার্স জানিয়েছে।

প্রায় দুই মাস ধরে ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা জড়ো করে রাশিয়া। রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বারবার সতর্কতা দিয়েছিল। কিন্তু বরাবরই রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর আশঙ্কা উড়িয়ে দেয়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর