রাশিয়াজুড়ে বিক্ষোভের ডাক দিলেন অ্যালেক্সি নাভালনি

আপডেট: March 2, 2022 |

রুশ বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি প্রতিদিন যুদ্ধের বিরুদ্ধে রাশিয়াজুড়ে ও এর বাইরে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছেন। জেল থেকে ট্যুইটে তিনি বিক্ষোভের এ আহবান জানান। তার বিরুদ্ধে বিচার চলছে এবং তার জেলের মেয়াদ কমপক্ষে এক দশক পর্যন্ত বাড়ানো হতে পারে। মস্কোর পূর্ব দিকে সর্বোচ্চ নিরাপত্তা সম্বলিত একটি জেলে বন্দি আছেন নাভালনি।

টুইটারে নাভালনি লিখেছেন আমরা, রাশিয়া একটি শান্তিপ্রিয় জাতি হতে চাই। কিন্তু বিস্ময়, খুব কম মানুষই এখন আমাদেরকে সেই নামে অভিহিত করেন। কিন্তু রাশিয়ানদের কমপক্ষে ভীত নীরব মানুষের দেশ হওয়া উচিত নয়, যারা যুদ্ধ না দেখার ভান করে। একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে আমরা খবর দেখছি ট্যাংকের গোলায় মানুষ পুড়ছে। বোমায় জ্বলছে বাড়িঘর। আমাদের টেলিভিশনগুলোতে একটি পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার বাস্তব হুমকি দেখতে পাচ্ছি।

Share Now

এই বিভাগের আরও খবর