রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দিলো যুক্তরাষ্ট্র

আপডেট: March 16, 2022 |
print news

ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক অভিযানের কারণে বিশ্বব্যাপীই সমালোচনার শিকার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার মার্কিন সিনেটের পক্ষ থকে পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যাও দেয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (১৫ মার্চ) মার্কিন সিনেটে বিরল ক্রস-পার্টি ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে পুতিনকে নিন্দা জানিয়ে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এছাড়া রুশ প্রেসিডেন্টকে ইউক্রেন আক্রমণের সিদ্ধান্তের যৌক্তিকতা তদন্ত করতে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিও আহ্বান জানিয়েছে মার্কিন সিনেট।

রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম নিজের দেয়া এক বিবৃতিতে বলেন, ‘ব্রিটেনসহ অন্যান্য মিত্রদেশগুলোকে সঙ্গে নিয়ে একটি ইন্টেল সেল গঠন করতে হবে আমাদের। রুশ বাহিনী যে যুদ্ধাপরাধ করছে সে বিষয়ে মানুষকে জানাতে হবে এবং যুদ্ধপরাধে জড়িত থাকা রুশ কমান্ডারদের নাম প্রকাশ্যে আনতে হবে।’

ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর চাক শুমার জানিয়েছেন, ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য প্রেসিডেন্ট পুতিনকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর