মারিওপোলের হাসপাতালে ৪শ’ জনকে জিম্মি করেছে রুশ সেনা

আপডেট: March 16, 2022 |
print news

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর মারিওপোলে একটি হাসপাতালে রোগী এবং চিকিৎসকসহ প্রায় চারশ জনকে জিম্মি করে রেখেছে রুশ সেনারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, গত কয়েকদিন ধরেই বন্দরনগরী মারিওপোলে রুশ সেনারা প্রাণঘাতী হামলা চালানোর পাশাপাশি শহরের সবচেয়ে বড়হাসপাতাল দখল করেছে। সেখানেই রোগী এবং চিকিৎসাকর্মী মিলিয়ে ৪০০ জনকে আটকে রেখে তাদের সঙ্গে জিম্মির মতো আচরণ করা হচ্ছে।

জিম্মি থাকা অবস্থায় হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, ‘আমরা এখান থেকে বের হতে পারছি না।’

একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, হাসপাতাল থেকে কেউ বের হলে গুলি করার হুমকি দিচ্ছে রুশ সেনারা। এর ভেতরেই হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহতও হয়েছেন কেউ কেউ।

মারিওপোলের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, শহরের পশ্চিম উপকণ্ঠের ইনটেনসিভ কেয়ার হাসপাতালটি রুশ বাহিনীর গোলা হামলায় প্রায় বিধ্বস্ত হয়ে গেলেও সেখানকার কর্মীরা বেজমেন্টেই রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর