রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা একটি ভুল সিদ্ধান্ত: চীন

আপডেট: March 19, 2022 |
print news

বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের এ সময়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ একটি ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন জাতিসংঘে বেইজিংয়ের প্রতিনিধি ঝাং জুন।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি এই কথা বলেন।

তিনি সতর্ক করে বলেন, পশ্চিমা দেশগুলির ক্রমবর্ধমান নিষেধাজ্ঞা প্রয়োগের ফলে খাদ্য ও শক্তি সংকটকে আরও বাড়িয়ে তুলবে এবং বিশেষত উন্নয়নশীল দেশগুলিতে জীবিকার ক্ষতি হবে।

চীন জাতিসংঘের অন্যান্য সদস্য দেশগুলির মতো ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একই লক্ষ্যে অংশীদার বলে পুনর্ব্যক্ত করেন তিনি।

সব পক্ষ শান্তি আলোচনার সুবিধার্থে আরও নমনীয় হবে এবং কেউ এই যুদ্ধে উস্কানি দেবে না বলেও আশা ব্যক্ত করেন ঝাং।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর