ইউক্রেন ৯ হাজার বাসিন্দা মানবিক করিডোর দিয়ে সরিয়ে নিল

আপডেট: March 19, 2022 |
print news

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের ২৩তম দিনে মানবিক করিডোর দিয়ে ৯ হাজার ১৪৫ বাসিন্দাকে প্রধান শহরগুলো থেকে সরিয়ে নিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এর মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলের কমপক্ষে ৫ হাজার বাসিন্দা রয়েছে।

দেশটির রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-প্রধান কিরিলো টাইমোশেঙ্কোর টেলিগ্রাম পোস্টের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি

বিবিসি’র খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলে রাশিয়ান সেনারা ক্রমাগত আক্রমণ চালাচ্ছে। এর মধ্যে মানবিক করিডোরের মাধ্যমে সেখানকার ৫ হাজার বাসিন্দাদের নিরাপদে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমি থেকে চার হাজারেরও বেশি মানুষ পালিয়ে গেছে।

তবে বিবিসি স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর