ইউক্রেনে সৈন্য পাঠাবে না ফিলিপাইন : দুতার্তে

আপডেট: March 19, 2022 |
print news

যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়লেও ফিলিপাইন ইউক্রেনে সেনা পাঠাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি আছে; ওই চুক্তিতে কোনো দেশ বহিশত্রুর আক্রমণের মুখে পড়লে অন্য দেশ তার সমর্থনে পাশে এসে দাঁড়াবে- এমন প্রতিশ্রুতি দেওয়া আছে। ওই প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতির সঙ্গে দুতার্তের অবস্থান খাপ খাইছে না।

“প্রতিশ্রুতি দিতে পারছি না। এটা আমাদের যুদ্ধ নয় যে লড়বো,” বৃহস্পতিবার এক বক্তৃতায় বলেন দুতার্তে। “সহিংসতা যদি ছড়িয়ে পড়ে এবং যুদ্ধ যদি কোনোভাবে এখানেও চলে আসো, ব্যাপারটা খুবই জটিল হয়ে যাবে। কিন্তু যতদিন প্রেসিডেন্ট আছি, আমি আমার একটা সেনাও যুদ্ধে পাঠাবো না,” বলেছেন তিনি।

২০১৬ সালের মাঝামাঝি সময়ে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দুতার্তে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতির সমালোচনার পাশাপাশি মস্কোর সঙ্গে সম্পর্ক জোরদারে একের পর এক পদক্ষেপ নিয়েছেন। দুতার্তে দুইবার মস্কোতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখাও করেছেন।

বৃহস্পতিবারের বক্তৃতায় তিনি পুতিনকে ‘ব্যক্তিগত বন্ধু’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন; অতীতে বেশ কয়েকবারই তিনি রুশ প্রেসিডেন্টকে নিজের ‘আইডল’ বলেও অভিহিত করেছিলেন বলে খবরে হয়েছে।

ফিলিপিন্সের এই প্রেসিডেন্ট বৃহস্পতিবার ইউক্রেইনে সংঘাতের সঙ্গে তার ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ তুলনাও দিয়েছেন। ২০১৬ সাল থেকে শুরু হওয়া ওই মাদকবিরোধী অভিযানে পুলিশ হাজার হাজার মানুষকে হত্যা করেছে বলে মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ। “পুতিন সেখানে বেসামরিকদের মারছেন। আমি কেবল মাদক সংক্রান্ত অপরাধীদেরই মেরেছি,” বলেছেন তিনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর