ইউক্রেনে ৮৪৭ বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ

আপডেট: March 20, 2022 |
print news

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান চলছেই। ইতিমধ্যে দেশটির বেশ কয়েকটি শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। মারা যাচ্ছেন অনেক মানুষ। তবে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়ছেন হাজার হাজার নাগরিক।

রাশিয়ার আক্রমণে ইউক্রেনে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও নিহত হচ্ছে। দেশটিতে ১৮ মার্চ পর্যন্ত কমপক্ষে ৮৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১ হাজার ৩৯৯ জন।

শনিবার এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস (ওএইচসিএইচআর)।

এদিকে, ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহারের দাবি করেছে রাশিয়া। হাইপারসনিক মিসাইল হলো শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুতগতিসম্পন্ন অস্ত্র, যা প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

রাশিয়ার দাবি, নিজেদের তৈরি সর্বাধুনিক এই ক্ষেপণাস্ত্রটির নাম ‘কিনজাল’। তারা এটি দিয়ে ইউক্রেনের একটি অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর