পুতিনের ভাষণ সম্প্রচার হঠাৎ বিচ্ছিন্ন

আপডেট: March 19, 2022 |

ইউক্রেনে চলমান আগ্রাসনকে বিশেষ অভিযান হিসেবে শুরু থেকে বলে আসছে রাশিয়া। শুক্রবার (১৮ মার্চ) পর্যন্ত টানা ২৩ দিনের মতো ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলছে তুমুল লড়াই। এরি মধ্যে মস্কোর লুজনিকি স্টেডিয়ামে হাজার হাজার লোকের সামনে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে ভাষণের শেষের দিকে পুতিনের অর্ধেক বাক্য বলা হয়েছে, এমন মুহুর্তেই ভাষণ থেকে সম্প্রচার বিচ্ছিন্ন হয়। এর পরিবর্তে দেশাত্মবোধক গান বাজানো শুরু করে চ্যানেলটি।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ নিয়ে বলেন, সার্ভারে প্রযুক্তিগত ত্রুটির কারণে পুতিনের বক্তৃতা বাধাগ্রস্ত হয়েছিল।

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভাষণে পুতিন ইউক্রেনে বিশেষ অভিযানের প্রশংসা করেছেন। পুতিন দাবি করেন, স্থানীয়দের ‘গণহত্যার হাত থেকে’ বাঁচাতেই এই অভিযান।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর