ইউক্রেন ছেড়েছেন ৩৩ লাখ নাগরিক

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৩ লাখ নাগরিক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দেশটির পশ্চিম সীমান্ত দিয়ে বের হয়েছেন। সেই সঙ্গে এ যুদ্ধে দেশটির ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
শনিবার (১৯ মার্চ) ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুকের বরাতে এ বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভেরেশচুক জানিয়েছেন, রুশ অভিযান শুরুর পর থেকে প্রধান অঞ্চলগুলো থেকে ১ লাখ ৯০ হাজারের বেশি বেসামরিককে হিউম্যান করিডোর ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি জানান, শনিবার কিয়েভ এবং লুহান্সক অঞ্চলে হিউম্যান করিডোর চালু ছিল। ম্যারিউপোলে এ করিডোর আংশিক চালু ছিল। ওই অঞ্চলে রাশিয়ান সৈন্যরা বাস চলতে দেয়নি।
অন্যদিকে আল জাজিরার এক খবরে বলা হয়েছে, শনিবার ছয় হাজার বেসামরিককে হিউম্যান করিডোর ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের ডেপুটি হেড কিরিলো টিমোশেঙ্কো এক অনলাইন পোস্টে জানিয়েছেন, শনিবার ৪ হাজার ১২৮ জন বন্দর নগর ম্যারিউপোল ত্যাগ করেছেন।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে এ পর্যন্ত ৮৪৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৬৪ জন শিশু। এছাড়া এ অভিযানে ৭৮ শিশুসহ এক হাজার ৩৯৯ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৯ মার্চ) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি বলছে, বৃহস্পতিবার (১৭ মার্চ) প্রকাশিত তথ্য অনুযায়ী ৮১৬ জনের মৃত্যু হয়েছিল। পরে শুক্রবার আরও ৩১ জনের মৃত্যু হওয়ায় তা বেড়ে ৮৪৭ জনে দাঁড়ায়। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
জাতিসংঘের সংস্থাটির তথ্যমতে, নিহত এবং আহতদের অধিকাংশই বিমান হামলা এবং গোলাগুলিতে নিহত হয়েছেন। বিমান থেকে ফেলা বোমার আঘাতে যেসব অঞ্চলে বড় এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে হতাহতের সংখ্যা বেশি।
এছাড়াও রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার ১৪ হাজার সেনা নিহত হয়েছে। এমন দাবি করেছে ইউক্রেন।
শনিবার (১৯ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করে। বলা হয়, ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের প্রথম তিন সপ্তাহে ১৪ হাজার ৪০০ রুশ সেনা নিহত হয়েছে।
এ ছাড়া কিয়েভ আরও দাবি করেছে, সামরিক সরঞ্জামের বিশাল একটা অংশ হারিয়েছে রুশ বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, ১ হাজার ৪৭০টি সামরিক যান, ৪৫০টি ট্যাংক, ১০০টি যুদ্ধবিমান, ১১২টি হেলিকপ্টার, ১২টি ড্রোন ও ৩টি জাহাজ ধ্বংস করেছে তাদের বাহিনী।
ইউক্রেনের পশ্চিমা মিত্ররা অবশ্য বলছে, গত তিন সপ্তাহের যুদ্ধে ৭ হাজার রুশ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২১ হাজার। তবে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, হতাহতের এসব সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়া জানিয়েছে, এখন পর্যন্ত তাদের পাঁচশোর মতো সেনা নিহত হয়েছে।