দীর্ঘ বিরতির পর বিজ্ঞাপনে আফরান নিশো

আপডেট: March 28, 2022 |
print news

বর্তমান সময়ে নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অনেক দিন পর একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। একটি কোমল পানীয়র এই বিজ্ঞাপনটি এখন টিভিতে প্রচার হচ্ছে।

এতে অভিনয় প্রসঙ্গে নিশো বলেন, নাটকের অভিনয়ের ব্যস্ততার কারণেই বিজ্ঞাপনে অভিনয় কম করি। তবে এ ধরনের কাজের প্রস্তাব সব সময়ই পাচ্ছি। আমি অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিত বিজ্ঞাপনে অভিনয় করতাম। তবে বিজ্ঞাপনেও এখন নিয়মিত অভিনয় করার জন্য দর্শকের দিক থেকে চাপ রয়েছে। কিন্তু আমি নাটকের অভিনয়টাকেই বেশি গুরুত্ব দিয়ে চলতে চাই।

এদিকে এই অভিনেতা আগামী বাংলা নববর্ষ এবং ঈদের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর