নর্থ মেসিডোনিয়াকে থামিয়ে বিশ্বকাপে পর্তুগাল

আপডেট: March 30, 2022 |

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে নর্থ মেসিডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পর্তুগাল। মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাতে বাঁচা-মরার ম্যাচে তারা ২-০ গোলে হারায় মেসিডোনিয়াকে। দুই অর্ধে দুটি গোল করেন ব্রুনো ফার্নান্দেস।

এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিলো পর্তুগাল। এটাই হয়তো হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। যদিও তিনি অবসর নেওয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন।

এর আগে প্লে-অফের সেমিফাইনালে অপ্রত্যাশিত পারফরম্যান্স করে মেসিডোনিয়া। শেষ মুহূর্তের গোলে তারা ইতালিকে হারিয়ে প্লে-অফের ফাইনালে আসে। স্বপ্ন বুনতে শুরু করে বিশ্বকাপে খেলার। ইতালিকে হারিয়ে তারা ফাইনালে পায় পর্তুগালকে। কিন্তু ইতালির বিপক্ষের পারফরম্যান্স পর্তুগালের বিপক্ষে মঞ্চায়িত করতে পারেনি।

পর্তুগালের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। এ সময় বামদিক থেকে বক্সের মধ্যে ব্রুনোকে বল বাড়িয়ে দেন রোনালদো। প্লেসিং শটে দারুণ গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।

বিরতির পর ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো। এ সময় পাল্টা আক্রমণে বল পেয়ে যান দিয়েগো জতা। বামদিক থেকে তিনি ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে ঢোকা ব্রুনোকে। ডান পায়ের শটে সামনে থাকা মেসিডোনিয়ার গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। তার জোড়া গোলে পর্তুগাল এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

বাকি সময়ে এই গোল আর শোধ দিতে পারেনি রূপকথার জন্ম দিয়ে ফাইনালে আসা মেসিডোনিয়া। তাতে দারুণ এক জয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে পর্তুগীজরা। বিদায় নেয় মেসিডোনিয়া।

পোর্তোর ড্রাগন স্টেডিয়ামে এদিন ৫০ হাজার দর্শক হাজির হয়েছিলেন পর্তুগালের পক্ষে গলা ফাটাতে। দুই-দুইবার তাদের উল্লাসে ভাসান ব্রুনো। আর শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার সীমাহীন আনন্দ নিয়ে তারা ঘরে ফিরে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর