রাশিয়া-ইউক্রেন আলোচনা ফলপ্রসু হয়েছে : তুরস্ক

আপডেট: March 30, 2022 |
print news

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মঙ্গলবার (২৯ মার্চ) আলোচনা হয়েছে। তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে মুখোমুখি হন দুদেশের প্রতিনিধিরা।

এর আগে, আরও দুবার ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেন। কিন্তু সেবার কোনো ফলাফল আসেনি। কিন্তু ইস্তাম্বুলে হওয়া আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছে রাশিয়া-ইউক্রেন।

আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগলু জানিয়েছেন, এবারের আলোচনা সবচেয়ে ফলপ্রসু হয়েছে। আলোচনা শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগলু বলেন, নির্দিষ্ট কিছু বিষয়ে দুপক্ষ সমঝোতায় পৌঁছেছে। যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের বিষয়েও তারা একমত প্রকাশ করেছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, আরও গুরুতর বিষয়গুলো নিয়ে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করবেন। তিনি আরও জানান, রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা ফলপ্রসু হলে এরপর দুদেশের প্রেসিডেন্টও আলোচনায় বসতে পারেন।

এদিকে, ইস্তাম্বুলে আলোচনা শেষে রাশিয়া ঘোষণা দেয় তারা রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকাগুলোতে হামলা বন্ধ করে দেবে। যা যুদ্ধবিরতিরই ইঙ্গিত। সূত্র: আল জাজিরা

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর