পারমাণবিক হামলার বিষয়ে জেলেনস্কির সতর্ক বার্তা

আপডেট: April 16, 2022 |

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে লক্ষ্য করে রাশিয়া পারমাণবিক হামলা চালাতে পারে—এমন আশঙ্কা সম্পর্কে বিশ্বকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক আশঙ্কাপ্রকাশ করে বলেছিলেন, লড়াইয়ের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। সংবাদমাধ্যম সিএনএন-এর এক সাক্ষাত্কারে জেলেনস্কিকে প্রশ্ন করা হয়েছিল, সিআইএ’র পরিচালকের এমন মন্তব্যে তিনি চিন্তিত কি না।

জবাবে জেলেনস্কি বলেন, “শুধু আমি না, বিশ্বের সবাইকে, সব দেশকে এ ব্যাপারে চিন্তা করতে হবে। কারণ, হতে পারে যে এটি ভুল তথ্য, কিন্তু সত্যিও তো হতে পারে।”

জেলেনস্কি আরও বলেন, “ভয় নয়, বরং আমাদের প্রস্তুত থাকতে হবে। কিন্তু, এটি শুধু ইউক্রেনের জন্য নয়, সারা বিশ্বের জন্য।”

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর