আড়াই থেকে তিন হাজার ইউক্রেনীয় সেনা নিহত : জেলেনস্কি

আপডেট: April 16, 2022 |
print news

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে সাত সপ্তাহের যুদ্ধে দুই হাজার পাঁচশ থেকে তিন হাজার ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় দশ হাজার আহত হয়েছে। শুক্রবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বেসামরিক হতাহতের কোনো হিসেব নেই।
জেলেনস্কি দাবি করেন রাশিয়ার ১৯ থেকে ২০ হাজার সেনা এই যুদ্ধে নিহত হয়েছে। তবে মস্কো জানিয়েছে, গত মাসে ইউক্রেনে এক হাজার ৩৫১ জন রুশ সেনা নিহত এবং ৩ হাজার ৮২৫ জন আহত হয়েছে।

তবে উভয় পক্ষের এসব দাবির কোনটিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে লড়াই তীব্র হয়েছে। ইউক্রেন বলছে, শহরটি ঘিরে থাকা রুশ অবরোধ ভাঙার চেষ্টা করছে তারা। রুশ আগ্রাসন শুরুর আগে শহরটিতে প্রায় চার লাখ মানুষের বসতি ছিল। যুদ্ধের পর তা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শত শত বেসামরিকের মৃত্যুর পাশাপাশি লাখো মানুষ এখনো আটকা পড়ে রয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেকসান্দার মোটুজিয়ানিক এক ব্রিফিংয়ে বলেন, ‘মারিউপোলের পরিস্থিতি কঠিন এবং শক্ত। এই মুহূর্তে যুদ্ধ চলছে। রুশ বাহিনী শহরে প্রবেশ করতে বারবার অতিরিক্ত ইউনিট ডাকছে।’ তিনি দাবি করেন রুশ বাহিনী এখনো শহরটি সম্পূর্ণ দখল করতে পারেনি।
এদিকে নিজের সশস্ত্র বাহিনীর প্রশংসা করে জেলেনস্কি বলেন, ইউক্রেনের দক্ষিণ এবং পূর্বাঞ্চলের সামরিক পরিস্থিতি ‘এখনো কঠিন রয়েছে’। রাত্রিকালীন ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে আমাদের সামরিক বাহিনীর সাফল্য সত্যিই তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু তারা এখনও আমাদের ভূখণ্ড থেকে দখলদারদের যথেষ্ট পরিমাণ সরিয়ে দিতে পারেনি।’
খবর রয়টার্স

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর