নিকারাগুয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

সময়: 8:19 pm - April 21, 2022 | | পঠিত হয়েছে: 5 বার

নিকারাগুয়ার পশ্চিম উপকূলে বৃহস্পতিবার ৬.৭-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, তবে সুনামির কোনো আশঙ্কা নেই। খবর এএফপির।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় ১টা ৪২ মিনিটে উপকূলরেখা থেকে প্রায় ৩৮ মাইল দূরে ভূপৃষ্ঠ থেকে ২৫.৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো হুমকি নেই জানিয়েছে।

ইউএসজিএস বলেছে, ভূকম্পনের ফলে হতাহতের এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। তবে এই অঞ্চলে এমন কাঠামো রয়েছে যা ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর