ভারতকে যুদ্ধবিমান তৈরিতে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাজ্যের

সময়: 12:25 pm - April 23, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

ভারতকে যুদ্ধবিমান তৈরিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার সমরাস্ত্রের ওপর নির্ভরতা কমাতে এই সহায়তা করা হবে ভারতে সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘোষণা দেন।

শুক্রবার (২২ এপ্রিল) সফরের দ্বিতীয় দিনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন বরিস জনসন। হায়দারাবাদ হাউসে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। বৈঠকে দুই দেশের প্রধানদের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বরিস জনসন প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বৈঠক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহায়তার বিষয়ে মোদিকে প্রতিশ্রুতি দিয়েছেন জনসন। এই প্রতিশ্রুতির মধ্যে ভারতকে যুদ্ধবিমান তৈরির সহায়তার বিষয়টিও রয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সমরাস্ত্রের ক্ষেত্রে রাশিয়ার ওপর থেকে ভারতের নির্ভরতা কমাতে সহযোগিতা করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর জন্য ভারতের সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর