আজ ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের ফুটবল যুদ্ধ

সময়: 2:35 pm - April 26, 2022 | | পঠিত হয়েছে: 4 বার

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদে বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতে পিএসজি, কোয়ার্টার ফাইনালে চেলসির পর সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মত ধনী ক্লাবের সামনে রিয়াল। রিয়ালের মুখোমুখি হওয়ার আগে অবশ্য রিয়ালকে সেরাই মেনে নিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা, ‘ রিয়াল হচ্ছে চ্যাম্পিয়নস লিগের রাজা।

শেষ ষোলতে দুই লেগ মিলিয়ে পিএসজির বিপক্ষে একটা সময় ২-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল। দ্বিতীয় লেগে শেষ ৩০ মিনিটের হ্যাটট্রিকে পাশার দান বদলে দেন রিয়াল তারকা করিম বেনজিমা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে টানা দ্বিতীয় হ্যাটট্রিক বেনজিমার। দ্বিতীয় লেগে চেলসি যখন ৩-০ গোলে এগিয়ে তখন জাদুর ঝাঁপিটা খোলেন আরও একবার। এবারের নকআউটে রিয়ালের ৮ গোলের ৭টিই এই ফরাসির! তাই রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি মেনে নিলেন, ‘এটা স্বীকার করতে আপত্তি নেই যে আমরা বেনজিমার ওপর নির্ভরশীল। ’

স্প্যানিশ সুপার কাপ জিতে মৌসুম শুরু করা রিয়াল লা লিগা জয়ের দুয়ারে। চ্যাম্পিয়নস লিগটা জিততে পারলে ভাসবে তিন শিরোপার উচ্ছ্বাসে। সেই পথে শক্ত বাঁধা এখন ম্যানসিটি। ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে ম্যানসিটিকেই হারিয়েছিল রিয়াল। ২০১৯-২০’এ শেষ ষোলতে প্রতিশোধ নেয় গার্দিওলার দল। এবার শেষ হাসি হাসবে কারা?

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর