ফিলিপাইনে অগ্নিকাণ্ড, ৮০ টি বাড়ি ধ্বংস

সময়: 10:42 am - May 3, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮০ টি বাড়ি ধ্বংস গেছে। এ ঘটনায় ৮জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। নিহত ৮ জনের মধ্যে ছয়জনই শিশু।

বার্তা সংস্থা এএফপিকে দমকল বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেগ বিচাইদো জানান, ম্যানিলায় এ ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে ২ ঘণ্টা। এসময় অনেকে ঘরের ভেতর থেকে বের হতে না পারায় তাদের মৃত্যু ঘটে। তবে এখনও মৃতদের বয়স জানা যায়নি।

তিনি আরও জানান, কুইজন শহরের জনাকীর্ণ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেখান থেকে পরে অন্যান্য বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

গ্রেগ বিচাইদো বলেন, বাড়িগুলো হাল্কা উপকরণে তৈরি। যখন আগুন লাগে তখন মানুষ ভয় পেয়ে গিয়েছিলো। আমাদের স্টেশন কাছেই কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের ডাকতে পারেনি।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি ফিলিপাইন। দেশটির রাজধানীতে প্রতি বর্গকিলোমিটারে বিপুল সংখ্যক জনগণ বাস করেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর