ইউক্রেনে স্কুলে বোমা হামলা, বহু হতাহতের শঙ্কা

আপডেট: May 8, 2022 |

পূর্ব ইউক্রেনের একটি স্কুলে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

বিলোহরিভকার ওই স্কুলে বোমার আঘাতে দুইজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করে দেশটির লুহানস্ক প্রদেশের গভর্নর সেরহি গাইদাই জানিয়েছেন, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে অন্তত ৬০ জনের মৃত্যুর আশঙ্কা করছেন তারা।

ওই এলাকায় রুশ সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়ছে ইউক্রেনের সরকারি বাহিনী। বিলোহরিভকা সরকার নিয়ন্ত্রিত সেভারোদোনৎস্কের কাছিকাছি অবস্থিত।

গভর্নর গাইদাই জানান, শনিবার রাশিয়ার একটি যুদ্ধবিমান থেকে স্কুলটি লক্ষ্য করে ফেলা হয়। সে সময় ৯০ জন স্কুলভবনে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকে ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে সাতজন আহত হয়েছেন।

বোমার আঘাতে স্কুলভবনটি ধসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। দমকলকর্মীরা তিনঘণ্টার চেষ্টায় আগুণ নেভান।
গভর্নর আরো জানান, পুরো গ্রামের মানুষজন ওই ভবনের বেজমেন্টে আশ্রয় নিয়েছিল।

ধ্বংসস্তুপ সরানোর পর নিহতদের প্রকৃত সংখ্যা জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

তবে বোমা হমামলার এই অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এবং রাশিয়ার কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে লুহানস্কে তীব্র লড়াই চলছে। সেখানে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীরা।

দনবাস অঞ্চলের অংশ লুহানস্ক গত আট বছর ধরে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর