পদত্যাগ করা মাহিন্দা রাজাপাকসের পৈতৃক বাড়িতে আগুন

আপডেট: May 10, 2022 |

শ্রীলঙ্কায় এমপি ও প্রাক্তন মন্ত্রীর বাড়িতে আগুন দেয়ার পর এ বার সদ্য পদত্যাগ করা মাহিন্দা রাজাপাকসের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় শ্রীলঙ্কার রাজধানী থেকে ২৫০ কিলোমিটার দূরে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এমনটাই খবর সে দেশের স্থানীয় সংবাদমাধ্যম জুড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজাপাকসের শুধু পৈতৃক বাড়িই নয়, তাদের বাবা ও মায়ের স্মরণে তৈরি সৌধতেও আগুন লাগানো হয়েছে।

১৯৪৮ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পাওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক দুর্দশায় পড়েছে শ্রীলঙ্কা। কয়েক মাস ধরে খাবার, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটে পড়েছে দেশটি। ভয়াবহ বিদ্যুৎ–বিভ্রাটের কবলে পড়েছেন শ্রীলঙ্কাবাসী। এর প্রতিবাদে মাসখানেকের বেশি সময় ধরে শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর