এবার ওশাদাকে ফেরালেন নাঈম

আপডেট: May 15, 2022 |

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক দিমুথ কারুনারতœকে ফিরিয়ে শুভ সূচনা করেন নাঈম হাসান। এরপর উইকেটে সেট হয়ে যাওয়া ওশাদা ফার্নান্দোকেও আউট করেন এ স্পিনার।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনে করে শ্রীলঙ্কা। দুই স্বাগতিক পেইসার খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম উইকেট থেকে মুভমেন্ট পেলেও লঙ্কানরা নির্বিঘ্নেই রানের চাকা সচল রাখেন।

তবে ওপেনিং জুটি বড় হওয়ার আগে সফরকারীদের শিবিরে আঘাত হানেন স্পিনার নাঈম হাসান। এলবিডব্লিউর ফাঁদে ফেলে তুলে নেন সফরকারী দলের অধিনায়ক দিমুথ করুনারতেœর উইকেট। ৯ রান করে বিদায় নেন তিনি। ২৩ রানে প্রথম উইকেট পতন হয় শ্রীলঙ্কার।

২২তম ওভারের দ্বিতীয় বলে নাঈমের ডেলিভারি খেলতে যেয়ে কট বাহাইন্ড হন ওশাদা। ৩৬ রান করে ডিআরএস সিদ্ধান্তে আউট হন তিনি। ৬৬ রানে শ্রীলঙ্কা হারায় তাদের দ্বিতীয় উইকেট।

চট্টগ্রামের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সাকিব আল হাসান একাদশে ফেরায় তিন স্পিনার ও দুই পেইসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ।

সাকিব, নাঈমের সঙ্গে তৃতীয় স্পিনার অভিজ্ঞ তাইজুল ইসলাম। তবে টেস্টের প্রথম দুই ঘণ্টায় বল হাতে নেননি সাকিব আল হাসান।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর