কক্সবাজারের টেকনাফে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা

আপডেট: May 16, 2022 |
print news

কক্সবাজারের টেকনাফে নুরুল হক ভুট্টো (৩০) নামের এক ইয়াবা কারবারিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গতকাল রোববার (১৫ মে) সন্ধ্যায় টেকনাফ-সাবরাং সড়কের মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বিচার শেষে চাচাতো ভাই এনামুল হককের সঙ্গে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ একরাম বাহিনীর লোকজন নুরুল হক ভুট্টোর ওপর হামলা চালায়।

হামলাকারীরা তাকে উপর্যুপরি কুপিয়ে দেহ থেকে ডান পা বিচ্ছিন্ন করে দেয়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিহতের ঘটনায় এখনো কেউ মামলা করেনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর