অবৈধভাবে চাল মজুদ করায় জরিমানা

আপডেট: June 2, 2022 |

কুমিল্লায় লাইসেন্সবিহীন চাল মজুদ, অতিরিক্ত দামে বিক্রি, পণ্যের গায়ে মূল্য না থাকা ও দামের তালিকা না রাখায় এক পাইকারি দোকান ও এক আড়তকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা। অভিযানে আরও একটি বেকারিকেও জরিমানা করা হয়।

বুধবার দুপুরে অভিযান পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আছাদুল ইসলাম।

আছাদুল ইসলাম জানান, আগের কম দামে ‌কিনে মজুদের লাইসেন্স না নিয়ে মজুদ করে রেখে বেশি দামে বি‌ক্রি করছে মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ নামে একটি আড়ৎ। এ অপরাধে তাদের দশ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তা‌লিকা প্রদর্শন না করে চাল বিক্রির অপরাধে মেসার্স দয়াল এন্টারপ্রাইজকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজ‌নে কম দেওয়া ও প্যাকেটের গা‌য়ে মূল্য না লেখায় মেসার্স হক প্রোডাক্টস বেকা‌রিকে ১৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

তিনি বলেন, আমরা অবৈধ মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের তালিকা করছি। তালিকা ধরে ধরে অভিযান পরিচালিত হবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর