প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কাউন্সিলর মানিকের বিক্ষোভ

আপডেট: June 4, 2022 |
print news

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সাধারণ সম্পাদক কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডিএসসিসির ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫ টায় লালবাগ-আজিমপুর এলাকার হাসিবুর রহমান মানিকের উদ্যেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি ছাত্রদল কুরুচিপূর্ণ বক্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

কাউন্সিলর মানিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ছাত্রদল সন্ত্রাসীরা যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এই বক্তব্য দেওয়ায় আমি ছাত্রদল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সন্ত্রাসীদের ক্ষমা চাইতে হবে দেশবাসী ও প্রধানমন্ত্রীর কাছে।

তিনি আরও বলেন, আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত আছি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর