চা বাগান এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট: June 5, 2022 |
print news

সিলেট নগরীর মালনীছড়া চা বাগান এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৪১)।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগানের বাংলোর রাস্তা সংলগ্ন প্রধান সড়কের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মনিরুল নগরীর খাসদবির ওয়ার্কশপের স্বত্বাধিকারী এবং এয়ারপোর্ট থানাধীন নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে ফেলে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা জানা যায়নি। তবে অভিযান চলছে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর