কন্টেইনারের ভেতরে বিপুল পরিমাণ কেমিকেল রয়েছে : মো. মাইন উদ্দিন

আপডেট: June 5, 2022 |

দীর্ঘ ১৩ ঘণ্টায়ও চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কেন এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তার কারণ জানালেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

রোববার সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় মো. মাইন উদ্দিন এই তথ্য জানান।

তিনি বলেন, কন্টেইনারের ভেতরে বিপুল পরিমাণ কেমিকেল রয়েছে। কিন্তু কোন কনটেইনারে কি কেমিকেল আছে সেটা আমাদের জানা নাই। একেক কেমিকেলের ধরন একেকরকম। এজন্য আমাদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। এ জন্যই সময় লাগছে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয় থেকে একটি বিশেষায়িত দল ডাকা হয়েছে, যারা এর আগে কেমিকেলের আগুন নেভাতে বিদেশে প্রশিক্ষণ নিয়ে এসেছেন।

তিনি জানান, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ জন কর্মী নিহত হয়েছেন, ২১ জন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে ছয় জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ১৫ জন চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর