যুক্তরাজ্যের কয়েকজন শীর্ষ সাংবাদিকের উপর মস্কোর নিষেধাজ্ঞা

আপডেট: June 15, 2022 |
print news

যুক্তরাজ্যের বেশ কয়েকজন শীর্ষ সাংবাদিকের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। রুশ সরকারি কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পাল্টা জবাব এবং ইউক্রেন নিয়ে ‘একপেশে/পক্ষপাতমূলক’ সংবাদ প্রকাশের অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

নিষেধাজ্ঞার তালিকায় আছেন ইউক্রেন থেকে প্রতিবেদন পাঠানো বিবিসির ক্লাইভ মাইরি, ওরলা গুয়েরিন ও নিক বেক। ২৯ জন শীর্ষ ব্যক্তির ওই তালিকায় কয়েকজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ ছাড়াও আছেন বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি।

তবে এ বিষয়ে বিবিসির একজন মুখপাত্র জানান, বিবিসি ‘স্বাধীন এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবে।’

এ ছাড়া স্কাই টিভি, টাইমস, গার্ডিয়ান, চ্যানেল ফোর ও আইটিভির সাংবাদিকরাও আছেন নিষেধাজ্ঞার এ তালিকায়।

তাদের তালিকা সম্প্রসারণের কাজ অব্যাহত থাকবে উল্লেখ করে মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘তালিকায় অন্তর্ভুক্ত ব্রিটিশ সাংবাদিকরা রাশিয়া, ইউক্রেন ও দনবাসের ঘটনা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও একপেশে তথ্য প্রচার করছে। পক্ষপাতমূলক মূল্যায়নের মাধ্যমে তারা ব্রিটিশ সমাজে রাশিয়াবিদ্বেষকে উসকে দিতেও অবদান রাখছেন।’

নিষেধাজ্ঞার তালিকায় থাকা শীর্ষ সাংবাদিকদের মধ্যে আছেন – দ্য টাইমস এর সম্পাদক জন উইদারো, দ্য টেলিগ্রাফের সম্পাদক ক্রিস ইভান্স, দ্য গার্ডিয়ান-এর প্রধান সম্পাদাক ক্যাথরিন ভিনার এবং ডেইলি মেইলের সম্পাদক টেড ভেরাইটি।

অন্যান্যের মধ্যে আছেন স্কাই নিউজের সংবাদদাতা স্টুয়ার্ট রামসে, দ্য গার্ডিয়ানের শাউন ওয়াকার এবং লুক হার্ডিং, বিবিসি’র সংবাদদাতা নিক বেক এবং পল এডামস। এছাড়াও আছেন কয়েকজন টিভি উপস্থাপক ও কলামনিস্ট।

রাশিয়া এরইমধ্যে কয়েক শ’ নির্বাচিত ব্রিটিশ এমপিকেও নিষিদ্ধ করেছে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর