মালয়েশিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

আপডেট: June 15, 2022 |
print news

এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। টানা ৩ ম্যাচ হেরে চার দলের গ্রুপের তলানিতে থেকেই শেষ হল বাংলাদেশের এবারের এশিয়ান কাপ খেলার স্বপ্ন।

মঙ্গলবার (১৪ জুন) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকেত জলিল স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে প্রথম গোল হজম করে বাংলাদেশ। এরপর পিছিয়ে পড়েও সমতায় ফিরে আশা দেখিয়েছিল জামালরা। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচ শেষে স্কোর দাঁড়িয়েছে বাংলাদেশ ১ ও মালয়েশিয়া ৪।

এদিকে পুরো ম্যাচেই নিজেদের আধিপত্য দেখিয়েছে মালয়েশিয়া। প্রথমার্ধ ২-১ ব্যবধানে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ৪৭তম মিনিটে শফিক আহমেদের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া।

এরপর বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছিল তারা। সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বড় হতে পারত। ৭৩ তম মিনিটে ড্যারেন লুকের গোলে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে মালয়েশিয়া।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর