পেরুর স্বপ্ন চূর্ণ করে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

আপডেট: June 15, 2022 |

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে থাকা পেরুকে হারিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া।

কাতারের আহমাদ বান আলি স্টেডিয়ামে সোমবার রাতে আন্তঃমহাদেশীয় প্লে-অফে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে অস্ট্রেলিয়া।

টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলবে তারা।

‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ শিরোপাধারী ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়া।

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় অতিরিক্ত সময়ের একেবারে শেষ মিনিটে নিয়মিত গোলরক্ষক ম্যাট রায়ানকে তুলে নিয়ে বদলি গোলরক্ষক অ্যান্ডি রেডমেইনকে নামান অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড। ম্যাচ শেষে অজি কোচ স্বীকার করেছেন সিদ্ধান্তটি কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল, তবে এই গোলরক্ষকের হাত ধরেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে সকারুদের।

শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেতে রাতে আল রাইয়ানের আহমাদ বিন আলি স্টেডিয়ামে প্লে-অফে মাঠে নামবে কনকাকাফ অঞ্চলের কোস্টারিকা এবং ওশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ড।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর