নতুন ভাইরাসে জব্দ হবে ক্যানসার, দাবি বিশেষজ্ঞদের

আপডেট: June 15, 2022 |
print news

শরীরের ক্যানসার কোষগুলো সফলভাবে নষ্ট করে দেয়ার নতুন প্রচেষ্টা শুরু বিজ্ঞানীদের। ক্যানসার কোষগুলো ধ্বংস করার জন্য মানুষের শরীরে ইনজেক্ট করা হল এক নতুন ভাইরাস। ইতোমধ্যেই এ ভাইরাস প্রাণীদের ওপর ইতিবাচক ফলাফল দেখিয়েছে বলে জানা গেছে। এই নয়া পদ্ধতি আদতে একটি বিশেষ ভাইরাস। এই ভাইরাস ক্যানসার সৃষ্টিকারী কোষগুলোকে নষ্ট করতে পারে। ফলে ক্যানসার আর ছড়াতে পারে না। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে অঙ্কোলিটিক ভাইরাস থেরাপি। এই পদ্ধতিতে ভ্যাক্সিনিয়া নামের একটি ভাইরাস মানবশরীরে ঢুকিয়ে দেয়া হয়। সেই ভাইরাস ক্যানসার সৃষ্টিকারী কোষগুলোকে ধ্বংস করতে শুরু করে। কিন্তু আশেপাশের সুস্থ কোষের কোনও ক্ষতি করে না।

জানা গেছে, এই ট্রায়াল শেষ হতে প্রায় দুই বছর সময় লাগবে। যুক্তরাষ্ট্রজুড়ে ১০০ জন ক্যানসার রোগীর ওপর পরীক্ষা করা হবে। ক্যানসার গবেষণা সংস্থা ইমুজিন লিমিটেডের মতে, এই চিকিৎসা পদ্ধতি ক্যানসারের বিরুদ্ধে মানবশরীরের প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। এই সংস্থাটিই ভাইরাস ভ্যাক্সিনিয়া তৈরি করছে। এই ভাইরাসের সম্পূর্ণ নাম ‘সিএফ৩৩-এইচএনআইএস ভ্যাক্সিনিয়া’। গবেষকদের মতে, এই ভাইরাস ঠিক মতো কাজ করলে ক্যানসার নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। আর তা যদি হয়, তা হলে ভবিষ্যতে ক্যানসার নিয়ে দুশ্চিন্তার সম্পূর্ণ ইতিও হতে পারে। এই গবেষণায় দেখা গেছে, প্রাণীদেহে এই ভাইরাস স্তন, পাকস্থলী, পায়ুদ্বার ও ফুসফুসে ক্যানসার সৃষ্টিকারী কোষগুলিকে সম্পূর্ণ রূপে ধ্বংস করতে সফল হয়েছে। সূত্র: আনন্দবাজার অনলাইন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর