আলু দিয়ে রূপচর্চা

আপডেট: June 16, 2022 |
print news

খাবারের স্বাদ বাড়াতে আলুর কোন জুড়ি নেই। প্রায় কম বেশি সব রান্নাতেই এর ব্যবহার হয়। তবে এটি খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নেও বেশ কার্যকরী ভূমিকা পালন করে।

আসুন জেনে নেই কিভাবে অতি সহজেই আলু দিয়ে করবেন রূপচর্চা।

# ব্রনের দাগ দূর করে আলু। ব্রনের দাগ দূর করতে ব্রনের দাগের উপর আলুর রস মেখে ২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে খুব দ্রুতই ব্রনের দাগ দূর হয়ে যাবে এবং আপনার ত্বক হয়ে উঠবে ব্রনহীন উজ্জ্বল ত্বক।

# চোখের নিচে কালো দাগ দূর করতে আলু বেশ কার্যকরী। এজন্য প্রথমে পাতলা করে আলু কেটে চোখের উপর দিয়ে শুয়ে থাকুন ২০ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে চোখের নিচে কালো দাগ কমার পাশাপাশি চোখের ফোলাভাব কমাবে। চোখের ক্লান্তি দূর হবে। এছাড়া আলুর রস রোদের পোড়া দাগ দূর করতেও সহায়তা করে।

# ত্বককে উজ্জ্বল করে তোলার জন্য আলুর রসের সাথে অল্প একটু মধু মিশিয়ে মুখে ও গলায় মেখে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এতে করে আপনার ত্বক যদি রুক্ষ হয়ে পরে তা দ্রুতই করবে সমাধান এবং আপনি পাবেন এক কোমল ত্বক।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর