বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট: June 24, 2022 |
print news

নেত্রকোণার বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত ১০টার মধ্যে পৃথক দুই স্থানে বন্যার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুই শিশু হলো মোহাম্মদ আলী (১৪ মাস) ও নাবিল (২)। মোহাম্মদ আলীর বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা গ্রামে এবং নাবিল জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামের আব্দুল আহাদ আলীর ছেলে।

শুক্রবার সকালে কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আহাদ খান এবং কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির উঠোনে জমে থাকা বন্যার পানিতে ডুবে মারা যায় শিশু মোহাম্মদ আলী। পরে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বাড়ির পাশের বন্যার পানিতে ডুবে মারা যায় শিশু নাবিল। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান বলেন, বন্যার পানি উঠোনে জমে থাকায় পরিবারের অগোচরে মোহাম্মদ আলী পানিতে নামলে ডুবে মারা যায়। নাবিল বাড়ির পাশে গেলে বন্যার পানিতে ডুবে মারা যায় বলেছেন কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর