পাহাড় কেটে বাড়ি নির্মাণের দায়ে জরিমানা

আপডেট: June 28, 2022 |
print news

চট্টগ্রামে পাহাড় কেটে বাড়ি নির্মাণের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ জুন) বিকেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈলগাঁও নতুন পাড়া পাহাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম (৫১) ওই এলাকার মৃত আবদুল লতিফের ছেলে।

অভিযানে বাড়ি নির্মাণের সামগ্রী জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেয়া হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অবৈধভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণের অভিযোগ পেয়ে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও পাহাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর