জনসংখ্যা রুখতে অবিবাহিত থাকার পরামর্শ নাগাল্যান্ডের মন্ত্রীর

সময়: 1:14 pm - July 12, 2022 | | পঠিত হয়েছে: 4 বার

সম্প্রতি বিশ্ব জনসংখ্যা দিবসে পৃথিবী জেনেছে তার জনসংখ্যা খুব শীঘ্রই ৮০০ কোটিতে ছুঁবে। ঠিক এই সময় এমন কথা শুনে একটু অন্যভাবেই সাড়া জাগালেন নাগাল্যান্ডের মন্ত্রী টেমজেন ইমনা আলং।

তিনি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে বলেছেন, জনসংখ্যা বৃদ্ধি রোধে জনগণকে অবিবাহিত থাকতে। এবং জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে “বিবেকবান” হতে “একক আন্দোলনে” যোগ দিতে।

সোমবার (১১ জুলাই) ৪২ বয়সী এই ব্যাচেলর মন্ত্রী নিজে টুইট করে এই বার্তা জানিয়েছেন।

তিনি টুইটারে লেখেন, ‘বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আমাদের উচিত জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সচেতন হওয়া। সন্তানের জন্মদানের দিকটিও নজরে রাখা উচিত।’ এরপরই তিনি লেখেন, ‘বা আমার মতো অবিবাহিত থাকুন’।

একসঙ্গে আমরা একটা টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাই উল্লেখ করে মজার ছলে তিনি লেখেন, ‘আসুন সিঙ্গলদের আন্দোলনে যোগ দিন’।

এদিকে নাগাল্যান্ডের মন্ত্রীর এই বক্তব্য ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বহু সিঙ্গল তাদের দুঃখের কথাও জানিয়েছেন। অনেকেই প্রশংসা করছেন ইনমার হাস্যরস বোধের।

সূত্র: দ্য হিন্দু

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর