করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

আপডেট: July 16, 2022 |

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু কিছুটা কমলেও বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৪০ জন। অন্যদিকে করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন।

এদিকে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটিতে গত একদিনে আক্রান্ত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ, মারা গেছেন ৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ব্রাজিলে। এ সময়ে দেশটিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৫৯ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৯৯ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইতালি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশেই সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে। টিকা দেয়ার পরও করোনার এমন সংক্রমণ জনমনে উদ্বেগ ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে আবারও নতুন ঢেউয়ের আগাম সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় সংস্থাটির শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান বলেন, করোনার নতুন ধরনের কারণে আবারও বিশ্বজুড়ে নতুন ঢেউ আসতে পারে। বিএ পয়েন্ট ফাইভ ডেল্টা, ওমিক্রন আগের বিভিন্ন ধরনের তুলনায় বেশি বিপজ্জনক উল্লেখ করে সব দেশকে সতর্ক থাকাসহ করোনার নতুন ঢেউ মোকাবিলায় আগাম প্রস্তুতি নেয়ার কথাও জানান তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর