রাশিয়া সূর্যমুখী তেল রপ্তানির কোটা বাড়াল

আপডেট: July 17, 2022 |
print news

সূর্যমুখী তেল এবং সূর্যমুখী খাবার রপ্তানির জন্য কোটা বাড়িয়েছে রাশিয়া। পর্যাপ্ত দেশীয় সরবরাহের কারণে রপ্তানি কোটা বাড়ানো হয়েছে বলে রুশ সরকারের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

চলতি বছরের মার্চের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত সূর্যমুখী বীজ রপ্তানি নিষিদ্ধ করেছিল রাশিয়া। ঘাটতি এড়াতে এবং অভ্যন্তরীণ দামের উপর চাপ কমাতে সূর্যমুখী তেলের উপর রপ্তানি কোটা আরোপ করেছিল দেশটি।

তবে রোববার রুশ সরকার জানিয়েছে, সূর্যমুখী তেলের রপ্তানি কোটা আগের সীমা ১ দশমিক ৫ মিলিয়ন টন থেকে ৪ লাখ টন বাড়ানো হয়েছে।

এছাড়া সূর্যমুখী খাবার রপ্তানির উপর সীমাবদ্ধতা আগের ৭ লাখ টনের সীমা থেকে ১৫ লাখ টন বাড়ানো হয়েছে। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর