সরকারি অফিসের সময় এখনই কমছে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট: July 21, 2022 |

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসের সময় (কর্মঘণ্টা) এখনই কমানো হচ্ছে না। বিষয়টি আলোচনা-পর্যালোচনার পর্যায়ে আছে। যদি দেখি যে, বিদ্যুৎ ব্যবহার কম করে পুরো সময় অফিস করতে পারছি, তাহলে কিন্তু অফিসের সময় কমানোর দরকার নেই। আমরা পর্যালোচনার মধ্যে আছি যে, কোনটা করলে ভালো হয়। এটি নির্ভর করছে পরিস্থিতির ওপর। অবস্থা বুঝে ব্যবস্থা। যদি প্রয়োজন হয়, তাহলে সেটা করা হবে।’

আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার সব কর্মকাণ্ডকে স্বাভাবিক গতিতে রেখেই সব কাজকে চালিয়ে নিতে চায়। তাই প্রয়োজন না হলে সব কাজ স্বাভাবিক গতিতেই চলবে।’

এর আগে গত সোমবার (১৮ জুলাই) প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি অফিসের সময় কমিয়ে ৯টা থেকে ৩টা পর্যন্ত করা হতে পারে। এ ছাড়া বাসা থেকেও অফিস করার পরিকল্পনা রয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর