মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৬৬

আপডেট: July 23, 2022 |
print news

রাজধানীর মাদকবিরোধী অভিযানে ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

শুক্রবার (২২ জুলাই) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৮ হাজার ৬৪৪ পিস ইয়াবা, ৫৯ দশমিক ৩৯ গ্রাম ১২৭ পুরিয়া হেরোইন, ৩৯ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৫ বোতল ফেনসিডিল ও ২০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর