‘আমি খুবই লোভী, তবে সেটা কাজের ব্যাপারে’

আপডেট: July 29, 2022 |
print news

অভিনয় ক্যারিয়ারে কাটিয়ে ফেলেছেন ২৯ বছরেরও বেশি সময়। এই দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, অর্জন করেছেন বহু পুরস্কার, কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা। তবে ইদানীং বলিউড তারকা অক্ষয় কুমারের দিন ভালো যাচ্ছে না।

বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি তার অভিনীত সবশেষ দুটি সিনেমা ‘বচ্চন পান্ডে’ ও ‘সম্রাট পৃথ্বীরাজ’। ৩১ জুলাই ‘বচ্চন পান্ডে’র টেলিভিশন প্রিমিয়ার। এ উপলক্ষে দেয়া এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন কাজের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে। অক্ষয় বলেছেন, ‘কমেডি তার পছন্দের।’

এ ছাড়াও বিভিন্ন চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন বলেও জানান। নতুন কাজের পেছনে ছুটে চলার তৃষ্ণা রয়েছে তার। ‘আমি খুবই লোভী, তবে সেটা কাজের ব্যাপারে।’

‘বচ্চন পান্ডে’ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এ ধরনের ছবিতে অনেক দিন পরে কাজ করেছি। ছবিটি দর্শক ধরে রাখার মতো।’ সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও ফারহাদ সামজি পরিচালিত ‘বচ্চন পান্ডে’ সিনেমাটি একজন গ্যাংস্টারকে কেন্দ্র করে।

ছবিতে অক্ষয় কুমার আর কৃতি শ্যানন ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়াসি প্রমুখ।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর